চা আরো দাও বেশি
করে
কেন এত কম-
কাঠাল খাব কলা
খাব
বানাও আলুর দম।
পেয়ারা পাড়ো আম
কুড়াও
দই পেতে রাখ।
ভাত খাব সবজি
দিয়ে
মাংস রান্না কর।
খাবার খাব মজা
করে
সবকিছু রাঁধো-
কেউ যদি দই নিয়ে
যায়
তাকে দড়ি দিয়ে
বাঁধো।
দুধ দোয়াও গরুর
থেকে
খাবারে কিন্তু
ময়লা পড়বে
কাপড় দিয়ে ঢেকে
রাখ।