Friday, July 1, 2016

কচুপাতা

এক ছিল এক শহর। সেই শহরে বাস করত একটা ছোট্ট মেয়ে। তাদের বাগানে ছিল অনেক কচুপাতা। জানালা দিয়ে সেই কচুপাতা দেখা যেত। একদিন হঠাৎ অনেক জোরে বৃষ্টি নামল। মেয়েটি কচুপাতার দিকে তাকালো। সব পাতায় বৃষ্টির পানি পড়ছে, সব পাতা পানিতে ভিজে নরম হয়ে যাচ্ছে; কিন্তু মেয়েটি দেখল, কচুপাতা একটুও ভিজছে না। মেয়েটি তার মাকে গিয়ে বলল, "মা, মা! কচুপাতায় ফোঁটা ফোঁটা ওগুলো কি?" মা বলল, "ওগুলো তো পানি। ভাবছো তো কচুপাতা ভেজেনি কেন? কচুপাতা ভেজে না। কচুপাতায় পানি পড়ার সাথে সাথেই চলে যায়। আর এগুলো যে ফোটা ফোটা সেগুলো পড়ে যেতে পারে না, কিছু রয়ে যায়।" মেয়েটি বলল, "তাহলে মা! কচুপাতা ভেজার সম্পের্কে আরো কিছু বল।" মা বলল, "উহ! তোমায় নিয়ে আর পারি না। তুমি প্রশ্ন না করলে আমি শুধু শুধু উত্তর দিয়ে দেব কি করে? একটা না একটা তো সবসময় প্রশ্ন বলতেই থাক। এখন আবার প্রশ্ন ছাড়াই উত্তর বলতে হবে?"