এক ছিল দুই বন্ধু। ধনী বন্ধু আর গরীব বন্ধু। একদিন তারা ঠিক করল যে, তারা এক বড় জঙ্গল ঘুরে দেখবে। তাই তারা সেইজন্য রওয়ানা হলো। ঐ জঙ্গলের ভিতর অবশ্য দোকানপাটও ছিল। তবে বেশি কিছু ছিল না দোকানে, শুধু একটু খাবার আর পানি ছিল। ধনী বন্ধু তো পিজা আর বার্গার খেয়ে এসেছিল। সঙ্গে কোল্ড ড্রিংস আর পানীয় খেয়ে এসেছিল। কিন্তু গরীব বন্ধু তো কিছুই খেয়ে আসেনি। কারণ, তার বাড়িতেই কিছু বাকি ছিল না। পথের মধ্যে গরীব বন্ধু তার অন্য বন্ধুকে বলল, "একটু পানি দাও না!" তখন বন্ধু বলল, "আমার বোতলে তো আর কোন পানি অবশিষ্ট নেই। তবে আমার কাছে কিছু টাকা আছে।"- এই বলে সে একটি ঠান্ডা পানি কিনে আনল ছোট্ট দোকান থেকে। গরীব বন্ধুকে একদম নীরব লাগছিল। পানি খেয়ে সে তার বন্ধুকে বলল, "ধন্যবাদ।"- এই বলে তারা আবার হাঁটতে লাগল। তারা খুব মুগ্ধ হয়ে সুন্দর জঙ্গলটা দেখছিল। কোন হিংস্র পশুও ছিল না। শুধু পাখি আর জলাশয়ে মাছ ছিল। পথের মধ্যে গরীব বন্ধু বলে উঠল, "আমাকে একটু খাবার দাও না!" তখন বন্ধু বলল যে, "আমার দইয়ের হাঁড়িটাও তো ফাঁকা হয়ে গেছে। মানে পথে খেয়ে ফেলেছি। আর কোন খাবার অবশিষ্ট নেই। তবে আমার কাছে অনেক টাকা অবশিষ্ট আছে। দাঁড়াও।"- বলে সে দোকানে গেল। ছোট্ট দোকান থেকে একটা ছানার মিষ্টি কিনে এনে দিল। গরীব বন্ধুটি খেল। তারপর অবশিষ্ট পানির অর্ধেক সে পান করল। তারপর তারা আবার হাঁটতে লাগল। তারা খুব ঘুরফিরে জঙ্গল দেখে হাসিমুখেই ধনী বন্ধুটি তার বড় ভবনে ফিরল আর গরীব বন্ধুটি তার কুটিরে ফিরল। একদিন দুই বন্ধু মিলে ঠিক করল, অনেক দূরে এক ধরনের ফুল আছে। ঐ ফুল খুব দামী। শুধু ঐ জায়গায়ই পাওয়া যায়। ওরা চাইল, দুটো ফুল নিয়ে সে বিক্রি করবে আর কিছু টাকা পাবে। আর তা ভাগ করে নেবে। সেইদিন গরীব বন্ধুটির জালে অনেক অনেক মাছ উঠল। সেই মাছ বিক্রি করে সেদিন সে খুব ভালমত পেট ভরে খেল আর আরাম করে একটু ঠাণ্ডা পানি খেয়ে নিল। সেইদিন আবার ধনী বন্ধুটির ভবনে এক বড় অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে দাওয়াতের বাইরেও ২০০ জন লোক এসেছিল। তাই খাবারই প্রায় শেষ হয়ে গিয়েছিল। খুব টানাটানি পড়ে গেল খাবার নিয়ে। সেটা ছিল দূর দূরান্তের গরীব লোকদের জন্য। দেখা গেল, অনেক ধনী লোকও এসেছে। অনেক কষ্টে ধনী লোকদের ফিরিয়ে দেয়ার পর হালকা খাবার রয়ে গেল। এ দিয়ে যারা দাওয়াত করেছে তারা একটু করে খেতে পারল। কিন্তু ধনী বন্ধুটি মাত্র এক লোকমা খাবার খেল। তার বেশি কেউই ভাগে পেল না। আর অনুষ্ঠানের অতিথিরা পেট ভরে খেয়ে চলে গেল। তারপর দুই বন্ধু পরের দিন বের হল ফুল আনতে। যেইদিন তারা জঙ্গলে গিয়েছিল, তখন গরীব বন্ধু বলেছিল, "আমিও তোমার একদিন উপকার করব। আর ধনী বন্ধু বলেছিল যে, তুমি আর কি করবে? তুমি তো খুবই গরীব।"- এই বলেছিল। সেইদিন গরীব বন্ধুর ঘরে এত এত খাবার হয়েছিল যে, এক বাটি ভরে সে সেই খাবার তার সঙ্গে নিল। আর এক বড় বোতলে পানিও নিল। তারপর তারা হাঁটতে শুরু করল। ধনী বন্ধুটি তো কোনমতে একটু খেয়ে এসেছে, আর সাথে নেবে কি? সাথে নিতে গেলে সবাই চিল্লাপাল্লা করবে আর বলবে, "আমাদের ভাগের খাবার এত এত কম কেন?" তাই সে কিছুই আনতে পারল না। পথে একটা বড় জলাশয় ছিল। যাওয়ার পথ ছিল খুব কাদা। ধনী বন্ধুর এমন কিছুর অভ্যাস নেই। তাই সে জলাশয় দেখতে পেয়ে বলল, "আমি গিয়ে ওখানে পা-টা ধুয়ে আসি।" তারপর সে পা ধুতে গিয়ে জলাশয়ের ভিতরে পড়ে গেল। তখন সে চিৎকার করতে লাগল। আর বলতে লাগল, "বন্ধু, তুমি কোথায়? এসে আমাকে বাঁচাও! আমি এই জলাশয়ের ভিতরে পড়েই গিয়েছি।" তখন গরীব বন্ধু শুনতে পেয়ে বলল, "কি করে পড়লে? দাঁড়াও, আমি আসছি।" সে একটা সুতার গাছ দেখতে পেল। সে ওখান থেকে কিছু সুতা নিল। সে আবার দর্জির কাজ করতে খুব ভাল পারত। আর সে তো মাছ ধরত। তাই সে জালও খুব ভাল বানাতে পারত। সে সেই সুতা দিয়ে একটা জাল বানাল। তারপর সেই জালটা সে জলাশয়ের ভিতর ফেলল। ধনী বন্ধু সেই জালটিতে আটকিয়ে উঠে এল। তখন গরীব বন্ধুটি বলল, "তুমি খুবই ক্লান্ত। ঐ ইটটার উপর বসে নাও।"- বলে সে তার সঙ্গে আনা খাবার ধনী বন্ধুকে দিয়ে দিল। তখন ধনী বন্ধুটি বলল, "আসলে আমি ভুলই ভেবেছিলাম। আমি ভেবেছিলাম, তুমি তো খুবই গরীব। আমি ভেবেছিলাম, শুধু ধনীরাই বুঝি সাহায্য করে, আর কেউ বুঝি সাহায্য করতেই পারে না। এখন দেখলাম, তুমি সাহায্য করতে পার। ধন্যবাদ।"- বলে তারা আবার যার যার ঘরে ফিরে গেল।
শিক্ষা: উপকার করলে উপকার পাওয়া যায়। আর দৃশ্যত ক্ষুদ্র বা দরিদ্র হলেও মনটা বড় হলে সাহায্য করার নসীব হয়।