মিষ্টি সুরে গান গায়,
সবাই মিলে গান গায়-
এদিক ওদিক তাকিয়ে মিলেমিশে
খেলতে যাবে সবারই অন্তর মুছে যাবে রিতন্দ্রনা।
লা-লা-লা লাল লা লা লাল লা
দিনে একেবারেই শুধু
যেতে হয়ে ব্যাংকে;
কদিন তো কোথাও দেখিনি কাউকে
সবাই তখন ছিল না এই দেশে-
সবাই গেল ইতালীতে
এই দেশেতে আর কেউ নেই
গেল কোতিতে?
দিন কেউ তে যাবে না
সবাই মিলে আাসবে না
কেউ কেউ রয়েই যাবে ইতালীতে-
আর কেউ কেউ ওখান থেকে
বাসা না চিনে
যেতে পারে হারিয়ে ....।
যাবে আমার কথা শুনিবে
কেউ তো আসিবে,
কারো মধ্যে আমি আসি
আমি যাব কোথায়?
যাব কোথায় বল না
না বললে কেমন কয়?
যাবে কেমনে কেমনে যাবে না
আমার দেশে থাকবে না-
থাকবে না কেউ আসতে পারে
খাকবে না কেউ আসতে পারে।
আমার কাছে আমার গাছে
কেউ আসতে পারবে না;
কেউ বুঝি আমার সাথে
গাছে উঠতে পারে না।
সবাই মিলে গান গায়-
এদিক ওদিক তাকিয়ে মিলেমিশে
খেলতে যাবে সবারই অন্তর মুছে যাবে রিতন্দ্রনা।
লা-লা-লা লাল লা লা লাল লা
দিনে একেবারেই শুধু
যেতে হয়ে ব্যাংকে;
কদিন তো কোথাও দেখিনি কাউকে
সবাই তখন ছিল না এই দেশে-
সবাই গেল ইতালীতে
এই দেশেতে আর কেউ নেই
গেল কোতিতে?
দিন কেউ তে যাবে না
সবাই মিলে আাসবে না
কেউ কেউ রয়েই যাবে ইতালীতে-
আর কেউ কেউ ওখান থেকে
বাসা না চিনে
যেতে পারে হারিয়ে ....।
যাবে আমার কথা শুনিবে
কেউ তো আসিবে,
কারো মধ্যে আমি আসি
আমি যাব কোথায়?
যাব কোথায় বল না
না বললে কেমন কয়?
যাবে কেমনে কেমনে যাবে না
আমার দেশে থাকবে না-
থাকবে না কেউ আসতে পারে
খাকবে না কেউ আসতে পারে।
আমার কাছে আমার গাছে
কেউ আসতে পারবে না;
কেউ বুঝি আমার সাথে
গাছে উঠতে পারে না।
No comments:
Post a Comment