Tuesday, February 10, 2015

বাঘ ও হরিণের বাচ্চা

এক ছিল এক হরিণ। তার একটি বাচ্চা হয়েছিল। একদিন সে নদীর ঘাটে খেলতে গিয়েছিল। খেলতে খেলতে একসময় এক বাঘ এসে তাকে মারতে গেল। সে বাঘকে বলল যে, "তুমি যে আমাকে মারছ, তাতে তোমারই পাপ হবে। আমার পাপ হবে না। তাতে তোমারই ক্ষতি।" এই বলল হরিণের বাচ্চা। তখন বাঘ বাচ্চা হরিণটিকে ফেলে রেখে মা হরিণটির বাসার দিকে যাত্রা করল। হরিণের বাচ্চাটি বাঘের মতলব বুঝতে পারল। সে মতলব করেছিল যে, এখন তার মাকেই খাবে। এখন সেই নদীতে কয়েকটি কুমির খাবার না খেয়ে হা করে ছিল। ওরা মূর্তির মতো দাড়িয়েছিল। এখন হরিণের বাচ্চাটি ঐ বাঘটাকে বলে যে, "ঐ দেখ ছেলেরা কি সুন্দর মূর্তি বানিয়েছে। তুমি বরং এই মাংসটুকু খেয়ে নাও ঐখানে বসে।" তখন সেটা নিয়ে ঐ কুমিরের পিঠে গিয়ে বসল। যেই না বসল, কুমির তাকে লেজ দিয়ে তার মুখের সামনে এনে ধরে খেয়ে ফেলল।

শিক্ষাঃ বুদ্ধি থাকলে তার মা-বাবা এবং তাকে এবং তার বংশকে কেউ মারতে পারে না।

No comments:

Post a Comment