এক গাছে মাছের বাসা
পানির নিচে পাখির বাসা-
পানিতে নামে ছেলের দল,
ডাঙায় ওঠে ব্যাঙের দল।
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ
ডাকে ব্যাঙ।
দোকানে গিয়ে মেয়েরা খেলে-
তাদের বাসাও পানির জলে;
নৌকা ভাসে ডাঙায়,
গাড়ি চলে নদীর জলে।
নদীর তীরে রান্নাঘর
যেতে যেতে বড় পাহাড়;
বড় পাহাড় পেরিয়ে,
হাটতে হাটতে বড় নদীর ঝিল
তারে পাশে আছে নদীর কূলে
বড় এক চিল।
চিল ওড়ে পানির নিচে
পুরো গভীর জলে;
মাছ লাফাতে লাফাতে
ডাঙায় উঠে নাচে।
যেতে যেতে যেতে যেতে
রান্নাঘরে পৌঁছুতে-
একশ দিন তো লাগবেই লাগবে
কত কিছু পেরোতে।
একদিনে সব ঘটনা খুলে
বলতেও যদি সম্ভব হতো,
তাহলে তো সব চলেই যেত।
No comments:
Post a Comment