একদিন এক বড় বাড়িতে থাকার জন্য ঠিক করল সেখানে যাবে। সেখানে বাসা বেঁধে থাকবে। রাইমাম হোসেন একটি ছেলে। সে তার ছিল এক ছোট বোন। সে ছোট বোনকে পাত্তা দিত না। বোন যা বলত শুনত না। যেমন- বোন বলত, এই ভাই, ওই কলমটা একটু নিয়ে আসবি? অমনি সে বলত, না, আমি আনতে পারব না। আমার অনেক কাজ আছে। আমি আমার কাজে যাই।
No comments:
Post a Comment