Monday, December 28, 2015

মানিকের গল্প

এক ছিল এক দেশ। সেই দেশে ছিল এক ছেলে। তার নাম মানিক। তার বয়স আঠারো। সেই দেশের নিয়ম ছিল দুপুর একটার পর থেকে ৫ হাজারের বেশি টাকা নিয়ে রাস্তায় ঘুরলে ডাকাতরা টাকা নিয়ে নিবে আর মানুষটাকেও মারবে। মানিকের ছিল এক বন্ধু। তার নাম রফি। রফির ৫ হাজার টাকার খুব প্রয়োজন ছিল। মানিক ফোনে শুনেছিল দশ হাজার টাকা।  মানিক নিয়মটা জানতো। তাই সে সকাল ৮ টার দিকে বের হলো। দুই ঘন্টা লাগলো যেতে। রফি তখন চা খাচ্ছিল । রফির বাসায় সে ঢোকার সঙ্গে সঙ্গে বলল "রফি, খাচ্ছে চায়ের কফি।" মানিক ঢোকার সঙ্গে সঙ্গে রফিও বলল, "টাকা দাও, টাকা দাও। দিয়ে তুমি বাড়ি যাও। হাঃ হাঃ হাঃ কেমন আছ? তুমি আমার সাথে মজা করেছো তাই আমিও করলাম। আমি রফি ভুলে গেছো? অনেক দিন পরে তোমার সাথে দেখা হলো।" মানিক বলল এই নাও টাকা। তখন রফি বলল আমি তো ৫ হাজার চেয়েছি তুমি ১০ হাজার নিয়ে এলে যে, আমি তো ভাল মোবাইল দিয়ে বলেছি তুমি তাও শুনলে না। ৫ হাজার নিজের কাছে রাখ।" কিন্তু নিয়মটাতো এখন মানবে কি করে? এখন তো ১ টা পার হয়ে গেছে। রফির বাসার পাশেই তো এয়ারর্পোট ছিল। তখন সে ৫ হাজার টাকা দিয়ে প্লেনে করে বিদেশে (অস্টেলিয়া) চলে গেল।সেখানে গিয়ে মানিক আরও ৫ হাজার টাকা জোগার করল। ওদিকে মানিকের মা বাবা চিন্তায় পরে গেল। বাবা সারাক্ষণ বলতে থাকল আমার মানিক কৈ? আর মা সারাক্ষণ বলতে থাকল মানিক এমন করছে কেন? দাদা ,দাদী সারাক্ষণ বলতে থাকল মানিকের কোন বিপদ হয়নি তো! নানা নানী সারাক্ষণ বলতে থাকল ও কোন দুষ্টুমী করল না তো। খালা খালু ,মামা মামী, চাচা চাচী, ফুফা ফুপি, ভাই বোন সারাক্ষন বলতে থাকল মানিকের কি হলো? আর ওদিকে মানিক ঘোড়ার পিঠে ও হাতীর পিঠে উঠল। আর যখন মানিকের ১৯ বছর হয়ে গেল  তখন তার আত্নীয়রা ভাবল, "মানিক যদি থাকত তাহলে জন্ম দিন পালন করতাম।" তার  এক সপ্তাহ পর মানিক প্লেনে করে আবার রফির বাসার পাশের এয়ারর্পোটে নামল। তার কাছে মাত্র ত্রিশ টাকা ছিল। বিশ টাকা সে বাড়ি যেতে কাজে লাগাল। এখন সে ১০ টাকা নিয়ে বাড়ি ফিরল। তারপরে রফি, মানিক ও তার আত্নীয়রা গল্পের ঝুড়ি থেকে চলে গেল। আর গপ্লের ঝুড়ির গল্প শেষ হয়ে গেল।

No comments:

Post a Comment