আমার নবী কত ভালো—
মোদের ভালোবাসেন;
এমন কেউ এখানে নেই
যাকে তিনি মারেন।
বিপদে পড়লে আসতেন,
সবার কাছে থাকতেন।
"কাউকে কখনো মেরো না"—
এটা তিনি জানতেন।
যত্ন-আদর-ভালোবাসা ভালো;
তাতে কারো মুখ হয় না কালো।
আমাদের মহানবী—
তাঁকে ভালোবাসি।
তিনিও ভালোবাসেন
সবাইকে, আমাদের।
খোকা-খুকু বইতে পড়ে,
মহানবীর কথা।
তারা চায় এতে যেন
দেয় না কেউ বাধা।
No comments:
Post a Comment