আমাদের দেশটা কত সুন্দর!
রাত কখনো অন্ধকার—
কখনো ঝলমলে।
দুপুরবেলা রোদ ওঠে
প্রচুর ফসল ফলে।
খেজুর গাছের তলায় বসে
খেজুর রস খাই-
খেতে অনেক মজা লাগে
কী আনন্দ পাই।
শীতের দিনে সকাল বেলা
শিশির পড়তে থাকে,
শীতের কাপড় পড়ে মোদের
কী যে ভাল লাগে।
শীতের বেলা কুয়াশায়
মাঝি এসে নৌকা বায়।
শীতকালে পিঠাপুলি
মজার পিঠা হলো কুলি।
গরমকালে রোদের তাপে
ঘুরে বেড়াই মাঠে মাঠে।
বৃষ্টি পড়লে মেঘ ডাকে
কৈ মাছ লাফিয়ে ওঠে।
বসন্তকালে পাখি ডাকে
নতুন নতুন ফুল ফোটে।
রঙিন রঙে ভরে ওঠে।
No comments:
Post a Comment