এক ছিল চার বোন। ৩জনের সন্তান হয়েছে। ৪ নম্বর বাকি। তবে সে খুব হিংসুটে ছিল। সে সবসময়ে চাইতো তার বাচ্চার যেন অন্যদের থেকে সুন্দর সাজুগুজু করে জন্ম হয়। তাই যখন তার সন্তান সম্ভবা হল, সে খুব বোকার মত কাজ করল। সে মেকাপবাক্স গুড়ো করে খেয়ে ফেলল। সুন্দর পার্টি ড্রেস, জুতা, ক্লিপ-ব্যান্ড ও গয়না গিলে ফেলল। যেন এতো ছোট বাচ্চা পেটের ভিতরে বসে সাজতে পারবে। তারপর বাচ্চা এসবের ভার সহ্য করতে পারল না। শেষে বাচ্চা হবার সময় দেখা গেল যে, বাচ্চাও বাঁচল না আর মাও বাঁচল না। এইসব খেলে কেউ বুঝি বাঁচে!
শিক্ষা: হিংসাই পতনের মূল।
No comments:
Post a Comment