হাত-পা, মুখমণ্ডল
সবই দেহের অংশ,
ঐ দেখা যায় নদীর পারে
হলুদ রঙের হংস।
নৌকা চালায় মাঝি ভাই
নদীর মাঝখানে,
নৌকা চালাতে মাঝি ভাই
তাকায় ডানে-বামে।
সবই দেহের অংশ,
ঐ দেখা যায় নদীর পারে
হলুদ রঙের হংস।
নৌকা চালায় মাঝি ভাই
নদীর মাঝখানে,
নৌকা চালাতে মাঝি ভাই
তাকায় ডানে-বামে।
No comments:
Post a Comment