নাম তার শেখর, সে ভারী দুষ্টু ছেলে
খারাপ ছেলেদের সাথে কতই না সে মেলে।
দুষ্টুমি করতে যায় নিয়ে দলবল,
শেখর সবাইকে বলে হাড়ি ভাঙবি চল।
সবাই মিলে ভেঙে ফেলে দাদীর দুটি হাড়ি
সবাই বলে দৌড়াই যত জোরে পারি।
পাড়ার সবাই অতিষ্ঠ এদের অত্যাচারে,
দুষ্টামি করে সদা যত তারা পারে।
No comments:
Post a Comment