Tuesday, November 16, 2021

পিইসি পরীক্ষার অভিজ্ঞতা [Honest Paragraph]

পিইসি পরীক্ষার প্রথম দিন। গাড়ি করে নীলক্ষেত স্কুলে গিয়েছি। গিয়েই দেখলাম পাশে একজন বমি করছে, বলছিল অসুস্থ। কিন্তু আমার মনে হলো পরীক্ষার টেনশনে বমি করছে। এত মানুষ ছিল, ভাগ্য ভালো তখনো এদেশে করোনা আসেনি। ভিতরে গিয়ে বিল্ডিংটা দেখে মনে হলো যেন কোন ঐতিহাসিক নিদর্শন। তারপর আমি দেখলাম একটা ক্লাসরুম। দেখেই মনে হলো গ্রামের পাঠশালা। এত নিচু বেঞ্চ! আর মনে মনে ভাবলাম, এখানে মানুষ ক্লাস করে কীভাবে! ধীরে ধীরে সব বন্ধুরা এলো। এরপর হঠাৎ দেখলাম, আমার সিটের রুম নাম্বার আর ঐ গ্রাইম্যা ক্লাসরুমের নাম্বার এক। অনেকক্ষণ ঘুরাঘুরি করে শেষ পর্যন্ত একজন লোক আমাদের ঐ ক্লাসে নিয়ে গেল। গিয়েই দেখলাম একগাদা মশা। তারপর দিল মশার ওষুধ। আর কার ব্যাগ জানালার সাথে, আর কার ব্যাগ নিচে রাখবে- এই নিয়ে (পরীক্ষার্থীদের মধ্যে) হলো ঝামেলা। বেঞ্চগুলোর মধ্যে কোনরকম বসলাম। তার ওপর অনেক ঠাণ্ডা। বেঞ্চের নিচের রং জামায় লেগে যাচ্ছিল। ভাবলাম, এত ঠাণ্ডার মধ্যে বাসা থেকে আনা গরম পানি খাই। পানি মুখে দিত্ বিুজলাম এটা বরফের চেয়েও ঠাণ্ডা। তারপর আমাদেরক খাতা আর প্রশ্নপত্র দিল। প্রশ্নগুলো সহজ, কিন্তু প্রশ্নপত্রের কাগজ খবরের কাগজের থেকেও নিম্নমানের। পরীক্ষা তো দিলাম। লেখা শেষ করে বসে বসে কী করব ভেবে পাচ্ছি না। বসে বসে সময় কেটে গেল। পাশের জন নানান প্রশ্ন করতে লাগল। আর পরীক্ষা শেষে বেঞ্চ থেকে উঠে পা পুরোই ব্যথা চিল। শেষমেশ বাথরুমের কথা বলি। আমার গ্রামেও কোনদিন এত ফইন্নি মার্কা বাথরুম দেখি নাই। আর পরীক্ষা শেষে বন্ধুদের নিয়ে অন্যান্য বিল্ডিং দেখতে গিয়েছিলাম। তারপর গার্ডিয়ানের বকাও খাই। এই ছিল পিইসি পরীক্ষা। আমার মনে হয় না এই অভিজ্ঞতা ভুলতে পারব। পরিবেশ যাই হোক, পরীক্ষা ভালোই হয়েছিল। ☺

8 comments:

  1. Baaler bench gular karone amr uniform noshto hoye gesilo��, felay deoa lagse exm er por, I remember������

    ReplyDelete
    Replies
    1. 😂amaro onk moyla hoisilo, but fortunately dhuar Por chole gese 😌

      Delete
  2. this is the most honest experience i have ever read. Just wowww.. last er part ta beshi joss likhsos.. Take loveeeeee......... from Moitrayee

    ReplyDelete