এক ছিল এক বাবু। সেই বাবুর নাম ছিল সাদিয়া। সাদিয়া খুব ভাল মেয়ে। সাদিয়া রোজদিন স্কুলে যায়। সাদিয়ার একটি অংক বই আছে। অংক বইতে অনেক কিছু আছে। সাদিয়া অংক বই পড়ে। একদিন অংক বইয়ের একটি অংশ সাদিয়া বুঝতে পারল না। তারপর তার মাকে জিজ্ঞেস করে, "এটা কি?" বলে, "এটা বিয়োগ নামতা।" বলে, "তোমার এটা করার দরকার কি? বিয়োগ তো তুমি পার। তুমি যোগের ঘরে কর, গুণের ঘরে কর।" তারপর সাদিয়া গুণের ঘরেরটা করল। আসলে সে বুঝল না, এটা হোম ওয়ার্ক। বিয়োগ লিখতে হবে না, গুণের নামতাটা লিখতে হবে। সে লিখল। লিখে মাকে দিল। "মা, বইটা নাও।" বলে, "তুমি বইটা টেবিলে রাখ। আর আরেকটা ইংরেজি হোমওয়ার্কও আছে, কিছু লিখে আস।" তখন সাদিয়া লিখে ফেলল। লিখ্ কেদিন নতুন অংক বই কিনল। নতুন অঙ্ক বইতে না একটা নতুন সুন্দর মজার জিনিস। সাদিয়া সেই বইটা পড়ল। বইতে একের ঘরের যোগের নামতা আছে। একের ঘরের যোগের নামতা কিন্তু সবাই পারে। একদিন সাদিয়া একের ঘরের নামতা পড়েই ফেলল, শিখেই গেল। আরেকদিন স্কুলে গেল। স্কুলে অংকের কিছু লেখালো, আর কিছু পড়ালো। যা লিখিয়েছে তাই পড়িয়েছে। লিখিয়েছে ১ থেকে ১০০, পড়িয়েছেও তাই ১ থেকে ১০০।
No comments:
Post a Comment