Monday, July 14, 2014

এক বাবুর ময়না পাখি - Myna of a Child


এক বাবুর বাসায় ছিল এক ময়না পাখি। সেই বাবুটা একদিন ময়না পাখিকে খাবার এনে দিল। সেই বাবুটা সবসময় সেই ময়না পাখির যত্ন নেয়। অন্য কিছুই করে না। লেখাপড়ার সময় ময়না পাখিকে খাবার দেয়, মা-বাবা তো লেখাপড়া করাতে পারে না। এরপরে আবার রোযার ছুটি দেবে, ছুটির আগে একটা কাগজ দেবে, কাগজে লেখা থাকবে যে, কোন সময় কি পড়তে হয়; কিন্তু সে সেই লেখাপড়ার সময়ও ময়না পাখিকে খাবার দেয়। তারপর একদিন ময়না পাখিকে খাবার দিতে পারল না। ময়না পাখি সে সময় ঘুমিয়ে পড়ল। তখনও সে লেখাপড়া করেনি। তখন শুধু আবার কার্টুন দেখতে বসেছে। টম-এন্ড জেরি দেখতে বসেছে। তার মা-বাবা বলে, "সারাদিন ময়না পাখিকে খাবার দাও। এখন একটু ময়না পাখি ঘুমিয়েছে, আর কার্টুন দেখেতে বসেছো, না?" কোনদিনও পড়ালেখা করতে বসলে না। ময়না পাখি কিন্তু আজকে আর ঘুম থেকেই সে আর উঠবে না। ময়না পাখিকে তার মা আদর করে আবার কি করল জান? আবার বেশি ঘুম আসিয়ে দিল ময়না পাখিকে। তখন ময়না পাখিও আসল না। যখন বাচ্চাটার আর কার্টুন দেখতে ভাল লাগল না, যে কার্টুন দিল সেটা দেখতে আর মজা লাগল না, তখন বলে, "মা, এখনো ময়না পাখি উঠেনি। ব্যাপারটা কি?" তার মা বলে, "তুমি কি সারাদিন এসব করবা? আমাদের কাজ করবা? তুমি অন্য কাজ কর। লেখাপড়া কর। তুমি তোমার সুন্দর সুন্দর বই পড়। সুন্দর খাতায় লেখ। এসব কাজ করার মানে কি? কার্টুন দেখবা, আর ময়না পাখিকে খাবার দেবা। যখন স্কুল ছুটি হয়ে যাবে, তখন তুমি লেখাপড়ায় পিছে চলে যাবা। অন্যরা সবাই আগে আগে লিখে ফেলবে, ছুটির সময় শেষ হয়ে যাবে, মিস যদি খাতা দেখে কিছুই লেখেনি, তখন তো তুমি লেখাপড়া শিখেতে পারবে না। যেই হোমওয়ার্ক দিছে তাই করবা, তুমি তো হোমওয়ার্ক করনি, একথা বলবে মিস। তুমি এখন একটু লিখতে বস।" তারপর তার মা জোর করে একটু পড়ালো। কিন্তু লেখাতে পারল না। একদিন তো ময়না পাখির দুই ঘন্টা ধরে ঘুম আসল। তখনো সে কার্টুন দেখতেই থাকল। কোন কিছুই না। এমন সময় কারেন্ট চলে গেল। তখন বাবুটা টিভি বন্ধ করে চলে আসল। এসে আবার খেলতে বসল। তখন তার মা বলে, "এখন আবার খেলতে বসছ? পরে আবার লেখাপড়া কিছুই শিখবে না। পরে যখন পরীক্ষা আসবে তখন তো তুমি কিছুই পারবে না। পড়তে হয়, লিখতে হয়, তুমি এখন খেলতে বসেছ? তুমি এখন খেলতে বসেছ? তোমার ময়না পাখি এখন ঘুম থেকে উঠলে সে কিন্তু কিছু খাবে না। তুমি সারাদিন শুধু ময়না পাখিকে খাওয়াও।"

No comments:

Post a Comment