একদিন এক রাজা ভাবল, বিয়ে করবে। তার খুব রাণীর দরকার ছিল। রাজার রাজ্যে যত মানুষ ছিল, তারা এত কাজ করতে পারত না। একদিন এক ঘটক রাজাকে গিয়ে বলল, "আপনার জন্য একটা সুখবর আছে। আমাদের ঘরে এক মহিলা পাত্র খুঁজে পাচ্ছে না বিয়ে করার জন্য।" "ঠিক আছে।" একটু পর সবাই রাজসভায় গেল। বিয়ের ব্যাপারে আলোচনা করল। তখন, মন্ত্রী বলল, "আপনার বিয়ে রাজার সাথে।" বিয়ের সময় একটি লোক এল। সে বলল, (রাজাকে ও রাণীকে) "আমি আপনাদের জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই হাতিটি রেখে দিন।" একদিন চোর এসে হাতিটি চুরি করল। যখন, চোর চুরি করা শুরু করেছিল, তারপর সে ১৩ তলা বিল্ডিংয়ে সব বাসায় চুরি করেছিল। একটি লোক তা দেখে ফেলল। তখন বিয়ের হাতিটি নিয়ে এল। তখন, গল্পটি এখানেই শেষ।
Saturday, August 22, 2015
Thursday, August 20, 2015
Dove is not in the Tree
One day one dove go to park. Before time she give egg in her home (nest), she have two children. There are 5 programs in the park. 1 no. train, where children sit and that going. But that is not for birds. 2 no. program is boat riding for birds where is water, It has some paper boats and there did the dove's children sit. Now a fox go to dove's nest. When he see the egg, he jump and take the egg. When the dove come to home, she did not see her egg. She is very sad. She is go to fox's home. She take her nose into window. Now she is breath. She feel smell from the egg. When the fox go to his friend's home, the dove take her egg. Now everybody is happy.
end the story
দুষ্ট মেয়ে
একদিন একটা বাবু মাকে বলল, "মা! আমি স্কুলে যাব না। আর কোন দিনও না।" "এই! তুমি না গতকাল বইতে পড়েছ যে, স্কুলে না গেলে ব্রেন গরীব ও দুর্বল হয়। তাহলে কেন স্কুল ছাড়তে চাইছ?" "মা! টিচাররা টিফিন করার জন্য ২ মিনিট সময় দেয়। স্কুলে একটা ঘড়িও নেই। শুধু অধ্যক্ষের রুম আর অফিসে সেটা আছে। আর ওখানে অনেক কঠিন কঠিন পড়া পড়ায়। স্কুল তাই আমার ভাল লাগে না। স্কুলে নিম্নে দশটা পিরিয়ড থাকে। তাই আমি স্কুল ছাড়ব।" মা বলছে যে,"না, তুমি না গতকালকে পড়লে সেটা। তুমি বইতে এটা পড়েও বলছ যে এই কথা? এইবার তুমি পড়তে বস। স্কুল ছাড়ার কথা আর একবারও যেন না শুনি।"
কয়েকদিন পরে বাবুটা ক্লাস টু (২) তে উঠে গেল। তাই সে আর এই কথা বলল না।
রানা ও মতি
মতি গাছ লাগাতে পারত। কিন্তু, রানা সেটা পরত না। রানা বলল, "মতি! আমাকে একটু গাছ লাগানো শিখাবে?" "কেন আমি তোকে শিখাব? তুই মায়ের কাছ থেকে শিখে নে।" "আমি তোমার ছোট বোন, আপু। আমাকে কেন শিখালে না? আমি একটা গাছ লাগাব।" "যা! তুই বড় বিরক্ত করিস।" তাই শুনে রানা বাবাকে বলল, "মতি আপু আমাকে গাছ লাগানো শিখাচ্ছে না। তুমিই আমাকে শিখাও।" (অসম্পূর্ণ)
Tuesday, August 18, 2015
Rita's School
Rita is a good girl. She has one brother, mother, father, grandfather, grandmother and one friend. Her brother's name is Latif. The friend's name is Nubat Tuni Samar (Samar). Rita is 4 years old. Her brother is 7 years old. And Samar has 5 and half years old. Rita did not go to school. Her father bought 3 books for Rita. One "My ABC", one "We learn 123". Rita said, "Father! I will go to school." "Ok! Say to your mother, Rita." Rita go to her mother. Mother said, "Rita! Why did you come?" "Mother! I will go to school." "Ok! say to your grandparents." Rita go to grandparent's room and say, "Grandparents! I will go to school." "Ok! You say to Latif." Rita go to Latif. She say, "Brother! I will go to school." "Ok! You say to Samar." "Rita go to Samar. She say, "Samar! I will go to school. "Ok! Did you say this news to everybody?" "Yes". Now the called to Latif. Latif said, "Why you called me?" Come. They go to every elders. Everybody is come there. Her father go to Sharig Uchcha Lomik Biddalay. There are 16 teachers in the school. THe father said, "Madam! Can my daughter read in your school? Did you give me admission form? My daughter will be read in your school. She is 4 years old. She want to be admitted in play group." One teacher said, "I am play group's teacher. There are no version in play and nursery class. There is only one room with table with chair is in front of the bench. It have bench, but it have only 47 students in my class. Principal want 60 students. Today 3 boys and 2 girls have admitted. Now your daughter also come. Now I have 53 students in my class. Tomorrow I will give you form. Now you go to your home." Now everyday she go to school. She read and learn many thing. She is the class captain for today.
Sunday, August 16, 2015
ভাইয়ের বিয়ে
আজকে আমার ভাইরের বিয়ে!
দেখতে এলো গাছের টিয়ে।
খেয়ে গেল পোলাউ,
দেখে গেল সেই বউ।
নাক কানের গয়না,
লাল নীল আয়না।
মাইরের গান
মারব টেনে এক চড়
দেব একটা থাপ্পড়-
থাপ্পড়ে ব্যথা নাই,
ওনার মাথা ভাল নাই।
দেব একটা থাপ্পড়-
থাপ্পড়ে ব্যথা নাই,
ওনার মাথা ভাল নাই।
The Man and the Little Ant
In a village a man live with his farm. In the farm, there were horse, cow, hen, a parrot and a goat. Everyday 10 ant come to eat animal's wool. One day the farmer think an idea. When he cut sheep's wool, then some wool he gave to the ant. Ant said, "Uncle! Why you give me this wool? Are you my friend?" "Ant, it's really. I want to be your friend." "Ok!" Now a new day the ant give oil to her body and taking rest. That day the man is sleeping and said, "Hai. Today is Eid. This day if you could not eat any thing? Why you are sleeping today? Hai" Now he jump and wake up. Now he say Eid Mubarak. He go to a shop. He bought sweets, meat and rice. Children are coming. There were 6 children in the house. 3 of them girls and 3 of them boys. The ant bought 5 cap and farmer bought 3 white panjabi and 3 dress with white skirt. They use that. They eat meat and rice. He give sweet for ant. They bought kabab, salat, borhani, milk and juice. Those cannot read "Alif-Ba". They teach to children. Now that day every body happy.
The Fox and the Butcher
One day a fox go to a shop. The fox said, "Butcher uncle, will you give me the bone?" The butcher said, "No, no! I shall not give the bone. Can you give me some money?" The fox think an idea. The idea is leaf. He take a pen and write on the leaf '70' and that looks like a 70 money. This is the idea. Now the fox do this. Now butcher taken the leaf and say, "Thank you. Take this 7 bones." The fox go to a bridge over a river. The fox see in the water. The fox say: There is another 7 bone! He think, I want that 7 bone. The (7+7 = 14 bones) I would have 14 bones, I could eat these with my friends. The fox jump to the water. Now he is floating. The bones are on the bridge. There came another fox in the bridge. The another fox eat the seven bone and go to her home. Now the fox shouted: "Help me! help me! help me! Next time I will not greedy. So, now help me please." But everybody is now busy. Three day left, the fox drink only water that days. Now the fox is dead. Another fox say to other fox, "Fox! A fox went to a shop. He write on a leaf 70. And now he is dead." The butcher listen. The butcher is happy.
Moral: Same: If you so greedy, you may lose what you have.
Sunday, August 2, 2015
Vowel ও Consonant
Vowel একদিন Consonant-কে বলল,
"Consonant! তুমি আমাদের ছাড়া উচ্চারিত হতে পার না, কি মজা!" Consonant তার জবাবে Vowel-কে বলল,
"আমাদেরকে ছাড়া তো তোমরা কথা বলতে পার ঠিকই, কিন্তু একা একা যেগুলো উচ্চারিত
হতে পারে সেগুলো। এটাতে তো কোন অর্থ প্রকাশ করা যায় না। কি মজা!" দুজনই
দুজনকে এই বলে বলে চেতাতে (ক্ষেপাতে) লাগল। দু'ঘন্টা ঝগড়া চলল। Vowel-এর I বলল, "Consonant! তুমি কি আমাদের এত চেতাবে বলে ভেবেছ? দু'ঘন্টা তো চেতাতেই
থাকছ। খাওয়া-দাওয়ার কোন চিন্তা নেই? এক ফোঁটাও পানি খাওনি ঝগড়ার ভিতরে। বৃষ্টিও
পড়েনি। ঝগড়ার আগেও আরো আধ ঘন্টা পানি ও খাবার-দাবার না খেয়ে রয়েছ। না খেয়ে মরে
যাওয়ার চিন্তা কি আছে? আমরা তো তবু ঝগড়ার মাঝে কিছু খাবার খেয়েছি। কলা আর পায়েস
খেয়েছি। আর একটু পানি খেয়েছি। আর ঝগড়ার শুরুতেও আপেল খেয়েছি।" এখন তো Consonant-রা ভয় পেয়ে গেল। বলল যে, "দাড়াও, একটু পেট ভরে খেয়ে
আসি। তারপর না হয় আবার ঝগড়াটা চালু করল।" এই বলে Consonant-রা কি করল জান? Consonant বলল, "Vowel, Vowel,
Vowel! তোমরা আমাদের চেয়ে কম তো, তাও তোমাদের
শক্তি বেশি, তাই না Vowel! তোমরা তো সেটাই ভাব। এত অহংকারী হলে কি
হবে? আগে আমাদের খেতে দাও।"- এই বলে Consonant-রা তাড়াতাড়ি ফিরে আসার জন্য একটি মাত্র মাংসের একটুখানি
টুকরো খেয়ে মাত্র দু'ফোঁটা পানি খেয়ে চলে এল। তাও তাদের খাবার যেখানে আছে সেখানে
যেতে যেতেই অনেক সময় লেগে গেল। আর ততক্ষণে Vowel-রা দশটা
মাংসের রান খেয়ে এক বোতল পানি খেয়ে নিল। আরো দশ মিনিট সময় লাগল Consonant-এর খাবার খেয়ে আসতে। তারপরও এখন মাত্র ৯ জন Consonant-এর খাওয়া শেষ হয়েছে। অন্য Consonant-দের এখনও
এক প্লেটের মাত্র এক লোকমা খাওয়া হয়েছে। ১০ মিনিটও পেরিয়ে গেল। ততক্ষণে ১৫টি Consonant-এর খাওয়া শেষ হল। ততক্ষণে এক ঘন্টা হয়ে গেল। Vowel-রা সেই ঘন্টা দেখে আরো ৫টা মাংসের হাড় খেয়ে নিল। তারপর আরো
আধা বোতল পানি খেল। আর ততক্ষণে মাত্র ১৬ জন Consonant-এর হল
খাওয়া। শেষমেষ দেড় ঘন্টা পর Consonant-রা খেয়েদেয়ে ফিরে
আসল। ততক্ষণে ১৮টি মাংস খাওয়া হয়ে গেল Vowel-দের। Vowel-রা খুব দুরন্ত ছিল। তাই তারা তাড়াতাড়ি সব কাজ করতে পারত। Consonant-রা Vowel-দের ছাড়া
উচ্চারিতই হতে পারে না। এজন্য Consonant-রা খুব বেশি সময়
ধরে খেত। এখন শুরু হল আবার ঝগড়া। আরো আধা ঘন্টা হয়ে গেল। এ নিয়ে সাড়ে তিন ঘন্টা
সময় লাগল। Consonant-এর G বলল, "বাংলায়
আমি ফুলের রাণী, কি মজা!" তাতে M বলল, "আমি ফলের
রাজা।"
তাতে Vowel-দের মধ্যে 'আ'
বলল, "আমিও তো তোমার ফলের রাজা।" তাতে 'ই' বলল, "আমি মাছের
রাজা।" 'ঈ' বলল, "আমি পাখির রাজা।" 'উ' বলল, "আমি মরুভূমির
জাহাজ।" 'ঊ' বলল, "আমি আলোকিত আগুনের সূর্য।" 'ঋ' বলল, "আমি
ঋষি মশাই। কী মজা কী মজা!" 'ঐ' বলল, "আমি বিশাল হাতি, কি মজা!" তখন
'হ' বলল, "হাতি তো আমিও। আমি হাস হয়ে সাঁতারও কাটতে পারি। আর আমাকে সবাই আদর
করে। আমার ডিম সবাই খায়। হাতির ডিম কেউ খায় না, কী মজা!" 'এ' বলল, "আমার
থেকে সুর বের হবে, কী মজা! তাক ধি না ধিন ধিন।" 'ও' বলল, "আমি
দাড়িপাল্লার ওজন।" 'ঔ' বলল, "আমাকে খেলে অসুখ সারে, কী মজা, কী
মজা!" এমন করতে করতে সব Vowel ও Consonant-রাই একেকটা একেকরকম জিনিস দিয়ে মজা করল। সবাই একেক রকম
অহংকার করল। কিন্তু 'অ' কোন অহংকার করল না। কারণ, 'অ' একটি খুব ভাল ও বুদ্ধিমান Vowel। Consonant-এর মধ্যে একজনও
অহংকার করল না সেরকম কেউ নেই। তাতে Vowel একটি
পুরস্কার পেল। তারা আরো দুটি Vowel-কে পেল। তারা
'অ'-এর বন্ধু। অন্যদের কথা মানতে গেলে 'অ'-এর কাছে জিজ্ঞেস করে তা করে। আর 'অ'-এর
সাথে দাসীর মত কাজ করে, বন্ধুত্বের মতও কাজ করে, আর সাহায্যের মতও কাজ করে। Vowel-রা জিতে গেল। Consonant-রা ভাবল, ইস!
কেন যে প্রথমে ঝগড়াটা করলাম? আর শেষেই বা কেন অহংকারগুলো করলাম। এ বলে Consonant-রা আফসোস করতে লাগল, আর Vowel-রা খুব
খুশি হয়ে কাগজে তিনবার 'Vowel' শব্দটি লিখল
পাশাপাশি। সেটা লিখে উপরে টানিয়ে দিয়ে ঘর সাজালো এবং বলল, "Vowel-দের জয় হোক, Vowel-দের জয়
হোক।" আর শেষে আরো একটি পুরস্কার পেল। তাহল, Consonant-রা হবে Vowel-দের দাস। আর 'অ' এর বন্ধু হল হিন্দি 'ই' আর আরবী ي। Consonant-রা তাতে মন খারাপ
করে Vowel-দের দাস হয়ে পড়ে থাকল। এখন Consonant-রা Vowel-দের কাজ করে দেয়।
শিক্ষা:
১। ঝগড়া করা ভাল নয়। ঝগড়া যে প্রথমে
করবে, সব পাপ তারই হবে। Vowel চেতাতে চাচ্ছিল,
কিন্তু Consonant-রা ভাবল, আমাদের যখন চেতায়, আমরা ওদের সাথে ঝগড়া করি।
২। অহংকার না করলে পুরস্কার পাবে। আর
অহংকার করলে পাপও পেতে পার, আবার দু:খও পেতে পার।
Subscribe to:
Posts (Atom)