Thursday, August 20, 2015

দুষ্ট মেয়ে

একদিন একটা বাবু মাকে বলল, "মা! আমি স্কুলে যাব না। আর কোন দিনও না।" "এই! তুমি না গতকাল বইতে পড়েছ যে, স্কুলে না গেলে ব্রেন গরীব ও দুর্বল হয়। তাহলে কেন স্কুল ছাড়তে চাইছ?" "মা! টিচাররা টিফিন করার জন্য ২ মিনিট সময় দেয়। স্কুলে একটা ঘড়িও নেই। শুধু অধ্যক্ষের রুম আর অফিসে সেটা আছে। আর ওখানে অনেক কঠিন কঠিন পড়া পড়ায়। স্কুল তাই আমার ভাল লাগে না। স্কুলে নিম্নে দশটা পিরিয়ড থাকে। তাই আমি স্কুল ছাড়ব।" মা বলছে যে,"না, তুমি না গতকালকে পড়লে সেটা। তুমি বইতে এটা পড়েও বলছ যে এই কথা? এইবার তুমি পড়তে বস। স্কুল ছাড়ার কথা আর একবারও যেন না শুনি।" 
কয়েকদিন পরে বাবুটা ক্লাস টু (২) তে উঠে গেল। তাই সে আর এই কথা বলল না।

No comments:

Post a Comment