একদিন এক রাজা ভাবল, বিয়ে করবে। তার খুব রাণীর দরকার ছিল। রাজার রাজ্যে যত মানুষ ছিল, তারা এত কাজ করতে পারত না। একদিন এক ঘটক রাজাকে গিয়ে বলল, "আপনার জন্য একটা সুখবর আছে। আমাদের ঘরে এক মহিলা পাত্র খুঁজে পাচ্ছে না বিয়ে করার জন্য।" "ঠিক আছে।" একটু পর সবাই রাজসভায় গেল। বিয়ের ব্যাপারে আলোচনা করল। তখন, মন্ত্রী বলল, "আপনার বিয়ে রাজার সাথে।" বিয়ের সময় একটি লোক এল। সে বলল, (রাজাকে ও রাণীকে) "আমি আপনাদের জন্য একটি উপহার নিয়ে এসেছি। এই হাতিটি রেখে দিন।" একদিন চোর এসে হাতিটি চুরি করল। যখন, চোর চুরি করা শুরু করেছিল, তারপর সে ১৩ তলা বিল্ডিংয়ে সব বাসায় চুরি করেছিল। একটি লোক তা দেখে ফেলল। তখন বিয়ের হাতিটি নিয়ে এল। তখন, গল্পটি এখানেই শেষ।
No comments:
Post a Comment