শরীফা খুব লক্ষ্মী মেয়ে। সে চিরুলিয়া গ্রামে বাস করে। তাদের জেলার নাম মধুরপাড়া। মধুরপাড়ায় প্রায় ২০ হাজার লোকজন আছে। অমনি করে শরীফা কিসের জেদ ধরল জান? শহরের বাড়ি যাওয়ার জন্য। শহরে তার দাদীরা আছে। এমন করে হয় দাদুর বাড়িতেই তো তারা থাকে। নাতিনরা তো দাদির বাড়িতেই থাকে। কিন্তু শরীফার বাবার চুরুলিয়া গ্রামটি অনেক পছন্দ হয়। আর যেই বাড়িতে তারা বাস করে, সেটা তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। যদিও শরীফার দাদী তার মা হয়, কিন্তু সে নিজের শহর ছেড়ে ঐ গ্রামের বাড়িতে চলে আসে বাস করতে। আর সেই বাড়ির পাশে এত্ত সুন্দর পুকুর। পুকুর ভরা মাছ। একদম সবুজ বা নীল পানি নয়, দেখতে খুব সুন্দর স্বচ্ছ পানি। খুব পরিস্কার। তাই বাবা এইভাবে গ্রামেই বাস করতে থাকে। কিন্তু পরিচয়টা তো শেষ। এবার আসল গল্পটা শুরু করি। শরীফা তো শহরের বাড়ি যাওয়ার জন্য জেদ ধরেছে। আর চুরুলিয়া গ্রামে তারা যেই বাড়িতে থাকে, সেইখানে তার নানা-নানুকেও নিয়ে গিয়েছিল। কিন্তু জেদটা ধরল সেই ঘুমের সময়। অন্য সময় হলে হতো না? তাও আবার ঘুমের সময় এসেই জেদটা হল। তখন নানা বলল, "যদি এখন না ঘুমাও, আমি কিন্তু আগামীকাল টিকেট কাটব না। আর টিকেট কাটলেও তোমাকে রেখেই আমরা চলে যাব। ঘুমাও। নাহলে কিন্তু হবে না।" তখন শরীফা বলল, "তাহলে আমাকে গান শুনিয়ে ঘুম পাড়াও। নাহলে গল্প শুনিয়ে ঘুম পাড়াও। গল্প হলেই বেশি পছন্দ করি।" তখন নানা গান গাওয়া শুরু করল: "ঘুমাও ঘুমাও ঘুমাও। ঘুমাও ঘুমাও ঘুমাও আমার খুকুমনি....। ঘুমাও ঘুমাও ও আমার লক্ষ্মী... সোনা..মনি।" (সুর: তোরা দেখে যা...) তখনই ঘুমিয়ে গেল। তারপর নানা, নানু পিঠা বানাতে শুরু করল। বাবাও চালের গুড়ো কিনতে গেল। আর মা চাল কিনে আনার পর সেগুলো বাটল। বেটে পানির সাথে ভিজিয়ে দিল। ফুপা-ফুপু এসে গেল। ফুপু বাগান থেকে খেজুরের রস নিয়ে এল। আর ফুপা চিনি কিনে আনল। পিঠা বানানো শুরু হয়ে গেল। নানু বানালো ভাপা আর পাটিশাপটা। নানা বানালো সেই পিঠা আর সাজের পিঠা। অন্যরা সবাই মিলে বানালো চিতৈ পিঠা, ভিজানো পিঠা ও কুলি পিঠা। সবাই মিলে নানা রকমের পিঠা বানালো। শরীফা ঘুম থেকে উঠে মা মা করে ডাকতে লাগল। রান্নাঘরটা ছিল দূরে। তখন বাবুটি ভাবল, মা বোধহয় কাজে ব্যস্ত। তাই বাবুটি বলল, "বাবা, বাবা। আস।" তারপর ভাবল, বাবাও বোধহয় কাজে ব্যস্ত। তারপরে ডাক দিল, "নানা, নানু। তোমরা কোথায়, আস।" তখন বাবু ভাবল যে, কি, সবাই একসাথে কাজে ব্যস্ত কি করে হতে পারে? এত কাজ এখানে তো থাকতে পারে না। বিয়ে বা বৌভাত নাকি, তার জন্য এসব বানাচ্ছে? কোন মেলা টেলা নাতো? তখন শরীফা উঠে বাগানের দিকে গেল। বাগানে ঘুরে হাটতে থাকল। তখন সে কাউকেই দেখতে পেল না। শরীফা বাগান থেকে বের হয়ে গেল। সে গরুর খামারে গেল। পেল না। মুরগীর খামারে গেল। পেল না। বাথরুমের সামনে গেল। বাথরুমের দরজাও খোলা। বাবুটি নদীর কিনারে গিয়েও অনেক খুঁজল। পেল না। তার বয়স কিন্তু মাত্র পাঁচ বছর। এত কম বয়সেই সে বাগান, বন সব জায়গায় ছুটে বেড়াতে পারে। তখন তার মনে পড়ল, নানা নানু তো সবসময় থালাবাসন মাজে বা রান্না করে। সে দৌড়ে কলতলায় গেল। তখন সে সেখানে শুধু নানাকেই দেখতে পেল। তখন নানাকে জিজ্ঞেস করল, "আমার মা-বাবা আর নানু কোথায়?" নানা বলল, "আরে, রান্নাঘরে একটুও খুঁজলে না? দেখতো ওখানে আছে নাকি?" কিন্তু গিয়ে দেখল, এত মিষ্টি গন্ধ, মিষ্টি গন্ধের জোরে সে দৌড়ে গেল। তখন সে ফুপা-ফুপুকে দেখে লাফ দিয়ে ফুপাকে জড়িয়ে ধরল। ফুপুকেও জড়িয়ে ধরল। ওখানে চাচা-চাচীরাও ছিল। চাচা-চাচীকে জড়িয়ে ধরল। সে চাচীকে এততো ভালবাসত, সে লাফ দিয়ে চাচীর কোলে উঠে গেল। আর বলল, "এত মিষ্টি গন্ধ কিসের? চুলায় কি রান্না করছ? ঢাকটানা উঠাও তো দেখি!" তখন নানু বলল, "দেখ। তবে তো তোমায় নামতে হবে।" তখন শরীফা বলল, "না না না। আমি চাচীর কোল থেকে নামব না। চাচীর কোলেই থাকব। কি রান্না করেছ না দেখতে পেলেও চাচীর কোলে থাকব। কিন্তু নামব না।" তখন নানা, নানু, মা, বাবা হা-হা-হা করে হাসতে লাগল। মা বলল, "হা-হা-হা হা হা।" বাবা বলল, "হি-হি-হি।" নানু বলল, "এত বড় মেয়ে কি বাবা ছাড়া আর কারো কোলে ওঠে?" নানা বলল, "কি রান্না করেছি তা না দেখে তুমি চাচীর কোলে উঠে রয়েছ?" তখন শরীফা ঝাপ দিয়ে চাচীর কোল থেকে নেমে গেল। বলল, "আচ্ছা আমাকে দেখাও না কি রান্না করছ?" তখন নানু বলল, "চোখ বন্ধ করে হা কর দেখি!" তখন শরীফা বলল, "মিষ্টি না ঝাল?" তখন নানু বলল, "তোমার পছন্দের স্বাদ।" তখন শরীফা বুঝল, মিষ্টি। তখন চোখ বন্ধ করে হা করল আর নানু চিতৈ পিঠা ঢুকিয়ে দিল। আর বলল, এখনো চোখ খুলো না কিন্তু। আরো অনেক দেব।" শরীফা মুখেরটা শেষ করে আবার হা করল। তখন নানা সেই পিঠা (সেমাই পিঠা) দিয়ে দিল। সেটা শেষ করে শরীফা আবার হা করল। ফুপু দিল সাজের পিঠা। সেটা শেষ করে আবার হা করল। ফুপা দিল কুলি পিঠা। এর মধ্যে সব পিঠাই খাওয়া হয়ে গেল। আর পিঠার কথা ভাবতে ভাবতে শহরের বাড়ি যাওয়ার কথা ভুলে গেল। নানা-নানু দাদু বাড়িতে যেতে পারে না দেখেই এই পিঠাটা বানালো, যাতে ওর জেদটা কমে যায়।
শিক্ষা: এমন জেদ হলে জেদ ভাঙ্গানোর জন্য বুদ্ধিই তোমার আসল পথ।
শিক্ষা: এমন জেদ হলে জেদ ভাঙ্গানোর জন্য বুদ্ধিই তোমার আসল পথ।
No comments:
Post a Comment