শরত কাল। রিতা ও দাদা রোদে বসে শিউলি ফুলের গন্ধ নিচ্ছে। তাদের হাতে খবরের কাগজ।
রিতা: শরত কালে শিউলি ফুল এত সুন্দর হয় কীভাবে?
দাদা: শরত কালে শিউলি ফুলই তো আসল্। অন্য সময় শিউলি ফুল তো ফোটেই না। শিউলি ফুল আসলে এমনি অনেক সুন্দর হয়। অন্য দিন ফোটে না তাই।
রিতা: এবার বুঝেছি।
বর্ষা কাল হবে। দাদা বাজারে যাচ্ছে।
রিতা দাদাকে: দাদা! তুমি কী কী কিনতে যাচ্ছ?
দাদা: আমি টব, মাটি, গাঁদা ফুলের বিচি ও কুঠার কিনতে যাচ্ছি।
রিতা: আমিও যাব।
দাদা: তাহলে চলে এসো।
তারা বাজারে গেল। যেতে যেতে------
রিতা: আমরা কেন এসব কিনতে যাচ্ছি?
দাদা:বর্ষা কালে বৃষ্টি পরে তো,তাই।এর মধ্যে গাছ লাগাতে পারলে বর্ষা কালে গাছগুলো তাড়াতাড়ি বড় হতে পারবে। তাই কিনতে যাচ্ছি।
তারা এসে গাছ লাগালো।
রিতা: বর্ষা কাল শুরু হচ্ছে। দাদা এটি বারান্দায় রাখি। চলো বৃষ্টি শুরু।
বর্ষা কাল হলো । গাছটা বড় হলো । গল্প শেষ।
আমরা শিখলাম - দুটি ঋতু।কী হয় তাতে। যথা- শরত, বর্ষা।
শরত- শিউলি
বর্ষা-বৃষ্টি
No comments:
Post a Comment