দিঘি নগরীর রাজা ্ওসমান। মুক্তা নগরীর রাজা সিপাইনুন। সিপাইনুন ছিলেন খুব খারাপ ্ও অত্যাচারী রাজা।ওসমান ছিল সবচেয়ে ভাল ও দয়ালু রাজা। সিপাইনুন ভাবল, "আমরা তো অনেক যুদ্ধের শখ। আমি বরং ওসমানের সাথে যুদ্ধ করি।" ঘোষণা, "পরশুদিন রাজা সিপাইনুনের সাখে রাজা ওসমানের যুদ্ধ হবে।" ওসমান শুনে ভয় পেয়ে গেল যে, "ও বাবা! আগে থেকে জানাবে না? আমি নাকি যুদ্ধ করব। সবাইকে জানানো দরকার। রাণী! রাণী! শুনে যাও।" রাণী জবাব দিল, "কী? আমি এখন যেতে পারব না। তোমার ছেলে পোলাও, রোস্ট, পায়েস জর্দ্দা এসব খাওয়ার বায়না করেছে।" "কিছুক্ষণ এসব বাদ দাও রাণী। জরুরী কথাটা শোন।" রাণী এলো। বলল, "কী হলো?" "আরে এবার যে রাজা সিপাইনুনের সাথে যুদ্ধ করতে হবে।" রাণীর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল।যুদ্ধ হলো। সকলে দেখতে এলো । কেউ কেউ বাচ্চাও নিয়ে গেল দেখতে। জিতল----দিঘি নগরীর রাজা।
সবাই রাজা ওসমানের জন্য গান গাইতে শুরু করল-
"জিতেছে দিঘি নগরীর রাজা-
তার নাম ওসমান রে--
যুদ্ধে গিয়েছিল,
জিতেছে রে----
পুরষ্কার কি করে দিব!
মানুষ জিতলে রাজা পুরস্কার দিবে।
কিন্তু রাজাই যদি জিতে যায়-
কি করে হবে...?
যুদ্ধ গিয়ে জিতেছে দীঘি নগরীর রাজা-
তার নাম ওসমান রে.....।"
No comments:
Post a Comment