এক ছিল এক গ্রাম। সেই গ্রামে থাকত এক মহিলা। তার ছিল একটি মেয়ে। মেয়েটির মাথায় অনেক বুদ্ধি। তারা অনেক অনেক গরীব ছিল। এক পয়সাও ছিল না। একেবারেই গরীব। বাড়ি থাকবে কি করে? ছোট্ট কুটিরও নেই। এমনকি একটা গরুর ঘরের মত ছোট্ট বাড়িও নেই। থাকার কোন জায়গাই নেই। গরীব, কিন্তু তারা অনেক সৎ ছিল। তারা নিজেরা এত গরীব, কিন্তু একেবারে ধনী মানুষদের থেকে জিনিস নিতেও তারা ভাবত যে, তার একটু সম্পদ কমে যাবে বোধহয়। তাই ভেবে তারা ভিক্ষেও করত না। কত যে সৎ! কিন্তু এত সৎ হয়ে তো তারা না খেতে পেয়ে অনেক কষ্টে থাকছে। তার মেয়ের কাছে বারবার সেই মহিলাটি অনেক বুদ্ধি বের করতে বলেছে। কিন্তু তাতে তার মেয়েটি খুব রাগ হয়ে যেত। বলত, "ও মা! আমার কাছে কি তুমি শুধু বুদ্ধিই জিজ্ঞেস করতে থাকবে? আমার একটু বেশি বুদ্ধি আছে বলে কি দুনিয়ার সব বুদ্ধি আমার মাথায়? চিন্তা করতেও দাও না, শুধু বল, বুদ্ধি বের কর। একটু ভাবতে দাও না, মা!" মেয়েটি ভাবল। ভাবতে ভাবতে কোন উপায় খুঁজে পাচ্ছিল না। অবশেষে একটা উপায় খুঁজে পেল। যেখানে খাবারও পাওয়া যায়, পানিও পাওয়া যায়। মাকে বলল, "পেয়েছি, পেয়েছি, পেয়েছি। ওমা, আমি একটা জিনিস পেয়েছি!" "কী আবার পেলি রে?" "বুদ্ধি পেয়েছি রে, বুদ্ধি। কি বুদ্ধি জান? কিন্তু তা খুঁজে পেতে আমাদেরকে অনেক দূরে যেতে হবে। আমাদেরকে যেতে হবে কোন নদীর পাড়ে। তারপরে ওখান থেকে মাছ ধরতে হবে। আর নদীতে কি থাকে? পানি থাকে। আর কি থাকে? মাছ থাকে? ওখানে গেলে আমরা মাছও পাব, পানিও পাব। একদিন একটু ভাল করে খেতে পারব। কিন্তু খবরদার, মা! দয়া করে তুমি ভিক্ষে করো না, প্লীজ!" মা বলল, "রান্না করব কিভাবে?" মেয়েটি বলল, "পাথর আর লাকড়ি কুড়িয়ে খুঁজতে হবে। তারপর সেখান থেকে কুড়িয়ে খেতে হবে। আর সেই পানি জাল দেয়ার জন্য কি করতে হবে, জান? আশেপাশেই তো মাটি আছে। মাটি দিয়ে পাতিল বানিয়ে তাতে পানি রেখে তাতে করে জাল দিতে হবে। আর সেই হাড়িতেই মাছ রান্না করতে হবে। তারপর কি করবে জান? মাছ ধরে এনে মাটি দিয়ে আরো পাত্র বানিয়ে তাতে মাছ রাখতে হবে। তারপর সেই মাছ বিক্রি করতে হবে। তাহলে আমরা আরো ভালভাবে খেতে পারব। মাছ বিক্রি করে টাকা পাব, সেই টাকা দিয়ে আরো সবজি কিনতে পারব। শুধু মাছ খেলে কি সুস্থ থাকা যাবে? অন্য খাবারও খেতে হবে। তাই টাকা দরকার। সেই টাকা দিয়ে সবজি আর ভাত কিনব।" তারপর ওরা মাছের ব্যবসা করতে লাগল এবং সুখে শান্তিতে বাস করতে লাগল। আর টাকা দিয়ে একটি কুটিরও স্থাপন করল।
শিক্ষা: বুদ্ধি থাকলে উপায় হয়। ঐ মহিলাটির যদি বুদ্ধিমতী মেয়েটি না থাকত, তাহলে কি সে বাঁচতে পারত?
No comments:
Post a Comment