এক ছিল এক অফিসার। সে অনেক ইনকাম করত। তার বাসায় ছিল এক কাজের লোক। তার (অফিসারের) একটি মেয়েও ছিল। অফিসার একদিন মেয়ের জন্য কাজের লোককে বলল, "তুমি ৬০০ টাকা দিয়ে আমার মেয়ের জন্য গলার গয়না নিয়ে আসবে। ৬০০ টাকায় কেমন হয়, তা তো জানই। সিটি গোল্ড হয়।" কাজের লোকটি আবার ছিল খুব চালাক চতুর। সে বলল, "বাঁচলে ফেরত আনব না? সে কথাটা বললেন না যে!" অফিসারটি বলল, "অত বলার দরকার নেই। তুমি তো জানই।" চালাক কাজের লোক "ঠিক আছে" বলে বেরিয়ে পড়ল। সেই কাজের লোকটি ৬০০ টাকা দিয়ে গলার চেইন কিনতে গেল। দেখল, দাম ৫৮০ টাকা। সে খুশীমনে ৫৮০ টাকা দিয়েই কিনে নিল, আর বাঁচল ২০ টাকা। সে আবার টাকা মারতে পছন্দ করতো। যাতে কেউ সন্দেহ না করে, সেজন্য সে ১৫ টাকা নিজের কাছে রেখে ৫ টাকা ফেরত দিল। আবার কেউ যাতে একদমই সন্দেহ না করে, সেজন্য ক্লান্তি ক্লান্তি ভাব নিয়ে বলল, "উফ! আপনার মেয়েকে যে কত ভালবাসি! তার চেইনের জন্য আমি অনেক দরদাম করেছি। দরদাম করতে করতে হয়রান হয়ে গিয়েছি। শেষে কথার প্যাঁচে দোকানদারকে ৫৯৫ টাকা দিয়ে এটা দিতে বাধ্য করলাম। তারপর অফিসারটি তো দারুন খুশী। বলল, "তোমার মাসের বেতনের সাথে আরো কিছু টাকা যোগ করে দিলাম। আহারে, আমার মেয়ের জন্য কতই না দরদাম করেছ!" আর কাজের লোকটি তো মনে মনে হাসতে থাকল। একদিন অফিসারের মেয়ে বায়না ধরল, লাচ্ছি খাবে। তার বাবা তো লাচ্ছি এনে দিতে চাচ্ছে না। যদি কোন বিষাক্ত কিছু থাকে! কারণ, কয়েকদিন আগে সে ইউটিউবে বাইরের জিনিসের বিষের খবর দেখেছে। এমনিতেই এসবের প্রতি এখন তার ভয়। কিন্তু তার মেয়ে আবার ঘরে বানানো লাচ্ছি কিছুতেই খাবে না। বাবা কত করে বলল, "ইউটিউব থেকে একটি রেসিপি বের করে তা দিয়ে বানিয়ে দেই।" কিন্তু কে শোনে কার কথা? বাবুটি একদমই ছাড়বে না। দোকানের লাচ্ছি কিনে দিতেই হবে। অবশেষে অফিসারটি কাজের লোককে বলল, "যাও, দোকানের লাচ্ছি নিয়ে আস। কিন্তু এক ফোঁটাও যেন বিষ না থাকে। অথবা, আমি তো শুনেছি তোমার বাবুর্চি বন্ধু আছে। তাই তার কাছ থেকে বিষ ছাড়া লাচ্ছি রান্না করিয়ে আন। কিন্তু এনে ভুলেও বলো না যে, ওটা রান্না করা। বলতে হবে, দোকান থেকে কেনা।" চালাক কাজের লোকটি আবারও "ঠিক আছে" বলে চলে গেল। সে গিয়ে মিষ্টি মাঠা কিনে এনে বলল, লাচ্ছি এনেছি। আর বোতলটা বদলাতেও ভুলল না।
No comments:
Post a Comment