এক ছিল এক বাবু। তার নাম মুদিয়ানা সাদিয়া। সেই বাবুটার মায়ের নাম মুমতাহিনা। বাবুর বাবার নাম খালেক চৌধুরী। সেই বাড়িতে ওরা একসঙ্গে থাকত। তার বাবা একদিন ভাবল যে, আমরা তো এখন গরীব। এখন কিছু কিনে আনব কি করে? আমরা খাব কি করে? এ বলে তারা কিছু কিছু জিনিস বানিয়ে বেচল। বেচে কিছু পয়সা পেল। পয়সা নিয়ে খাবার কিনতে গেল। চাল নিয়ে এল ভাত রাধার জন্য। চাল কিনতে গিয়ে সে তার বাবুর জন্য একটি গল্পের বই নিয়ে এল। চাল এগুলোর সঙ্গে আরো অনেক কিছু নিয়ে এল। তারপর বাবুটা গল্পের বই পড়ে পড়ে সব শিখল। তারপর ভাত-টাত খেল। আর গল্প শেষ হয়ে গেল।
No comments:
Post a Comment