এক দেশে ছিল এক রাণী। রাণীর ছিল দুটি মেয়ে। মেয়েগুলো
ছিল খুব দুষ্ট এবং ভাল ভালও আছে। একদিন তারা এক শিশুপার্কে গেল বেড়াতে। শিশুপার্কে
গিয়ে না এমন মজা পেল, তার পরই দিন সে বলল, আজ স্কুলের বদলে শিশুপার্কে যাব। ঠিক
আছে, তুমি শিশুপার্কে আগে যেমন মজা পেয়েছ এখন তেমন মজা পাবে না। তার মা আবার একথা
বলল। "ঠিক আছে, তাহলে শিশুপার্কে যে তুমি স্লিপারে পিছলা খেতে চাও কেন?"
"তাহলে এক কাজ করা যায় না? তোমার স্কুলটা শিশুপার্কের কাছে নিয়ে বানালে
সেখানে মাঝে মাঝে ক্লাসে যখন বসিয়ে রাখবে, খাতা দেখার সময় বেশি টাইম নেবে, তখন
সেখানে মাঝে মাঝে গিয়ে একটু পিছলা খাবে। এই কাজ করা যায় না, মা?" তার মা বলল,
"তা কি আর হবে? এমনি স্কুল এখানে বানিয়েছে। ওখানে কিভাবে বানাবে?" তারপর
বাবু বলল, "স্কুলটা ওখানে থেকে তুলে নিযে ওখানে রাখবে।" "আরে বোকা,
তা কি করা যায়?"
No comments:
Post a Comment