Wednesday, March 19, 2014

তোমাদের চিঠি

রবি অর্থ সূর্য
সূর্য ওঠে আকাশে।
তোমাদের কি জামা-কাপড় আছে?
যাদের জামা-কাপড় আছে, তারা সেই জামা-কাপড় নিয়ে বেড়াতে গেছে।
আমার একটি বেগুন গাছ আছে, তোমরা তা জানতে চাইলে পেয়ে যাবে এ খবরটি তাশিমে।
তোমারে বলেছিলাম এই চিঠিটি দিতে।
যাবে শ্বশুর বিয়ে বাড়িতে।
পোলাউ রোস্ট খাবে জানেবে।

Saturday, March 8, 2014

আমার গান

আষাঢ় মাসের কথা
আমি জানি না-
আমি বলিতে পারব না।
তোমাকে জানাইতে পারব না।

আষাঢ়ের দিনের কথা তো শুধু
একটাই জানি।
আষাঢ় মাসে যে বৃষ্টি হয়
সেটাই শুধু জানি।

আর তো কিছুই জানি না আমি
তোমারে তো বলার কথা কিছু নাই।
তোমাকে এ কথাটি বলে দিলাম journey-তে।

লোকে কয় তোমারে কথা দিতে
তবু আমি তোমার কথা শুধু চায় আমি জানি।
লাল লা- লাল লা- লাল লা- লা- লা- লা-

তোমার সাথে তে
বাস করিতে মন লাগে
জাতিতে জীবনের আশা।

আমি চাই শুধু আল্লাহকে
আল্লাহ মোদের মাবুদ হবে।

Friday, March 7, 2014

ইংরেজি বর্ণমালা (উচ্চারণসহ) - English Alphabets (With Pronunciation)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
উচ্চারণঃ
এ বি সি ডি ই এফ জি এইচ আই যে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই যেড

Thursday, March 6, 2014

রিতার খেলা দেখানো

রিতা একদিন খেলা দেখালো। রিতার খেলা দেখতে অনেক লোক গেল। অনেক লোক দেখে বলল, "আহা! এই খেলা তো আমরা পারি। দাও তো দেখি আমি একটু খেলি গো রিতা।" "ওরে বাবা! এই খেলা তুমি পারবে? এই খেলা তো লুকোচুরি নয়, তুমি যা ভেবেছ তা নয়। একজন পালাবে আর একজন খুজতে গিয়ে ডিংডংডং করবে আর সে পালাবার থেকে আরেক জায়গায় গিয়ে লুকাবে। সেই খেলায় আংগুর থাকতে হবে। আরেক জায়গায় লুকিয়ে যাবার পরই আংগুর নিয়ে এসে বলবে, চোর ধরা পড়েছে, যাও তো চোরডারে ধরে পিটাও। তখনই আংগুর দেখে পালাবার সময় দৌড় দিয়ে আংগুর খেতে আসবে। এই খেলা তোমরা কি লুকোচুরি খেলা মনে কর? এটা লুকোচুরি খেলা নয়, তবে লুকোচুরির মতই আরেকটি খেলা।"

Tuesday, March 4, 2014

আমার কথা - About Me

আমার নাম নুহা। আমার মায়ের নাম রাজিয়া। বাবার নাম রিয়াদ। দাদুর নাম সুফিয়া। দাদার নাম ফজলুর রহমান। মামার নাম শাকিরুল। শাকিরুলের বাড়ি নাটোরে। নাটোরে আমার মামাবাড়ি। আমরা জানি, শিউলি ফুলে খুব সুন্দর ঘ্রাণ ও জানি শিউলি ফুল দিয়ে মালা বানিয়ে গলায় দেওয়া যায়। আমাদের সবারই হরেক রকম নাম আছে। আমার স্কুলের নাম উদয়ন। আমার ক্লাস কেজি। কেজিতে তিন ঘন্টা পড়তে হয়। আমাদের সুন্দর সুন্দর জামা আছে। 

মানুষের নাম - Names of People

মেয়েদেরনাম

হালিমা,সানিমা,নাফিজা,সুরমা


ছেলেদেরনাম

প্রতিভ,আফনান,লতিফ,সাকিব


বিড়ালছানা

আমার একটি বিড়াল আছে। বিড়ালটির নাম মালা। বিড়ালটি মাংস খায়। বিড়ালটি ইদুর শিকার করে। বিড়ালটি দৌড়াতে পারে। বিড়ালছানাটির রং হলুদ। বিড়ালটি খুব সুন্দর। বিড়ালের গলায় ঘন্টা। ঘন্টা বাজে ডিংডং, ডিংডংডং, ডিংডংডং এভাবে ঘন্টা বাজে। বিড়ালটি খুব ভাল। চেহারা সুন্দর। আমার বিড়ালটি বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চাটি শুধু মিউমিউ করে। আমার বিড়ালটি মিউমিউ করে গোশত চায়।