Tuesday, March 4, 2014

বিড়ালছানা

আমার একটি বিড়াল আছে। বিড়ালটির নাম মালা। বিড়ালটি মাংস খায়। বিড়ালটি ইদুর শিকার করে। বিড়ালটি দৌড়াতে পারে। বিড়ালছানাটির রং হলুদ। বিড়ালটি খুব সুন্দর। বিড়ালের গলায় ঘন্টা। ঘন্টা বাজে ডিংডং, ডিংডংডং, ডিংডংডং এভাবে ঘন্টা বাজে। বিড়ালটি খুব ভাল। চেহারা সুন্দর। আমার বিড়ালটি বিড়ালের বাচ্চা। বিড়ালের বাচ্চাটি শুধু মিউমিউ করে। আমার বিড়ালটি মিউমিউ করে গোশত চায়। 

No comments:

Post a Comment