আষাঢ় মাসের কথা
আমি জানি না-
আমি বলিতে পারব না।
তোমাকে জানাইতে পারব না।
আষাঢ়ের দিনের কথা তো শুধু
একটাই জানি।
আষাঢ় মাসে যে বৃষ্টি হয়
সেটাই শুধু জানি।
আর তো কিছুই জানি না আমি
তোমারে তো বলার কথা কিছু নাই।
তোমাকে এ কথাটি বলে দিলাম journey-তে।
লোকে কয় তোমারে কথা দিতে
তবু আমি তোমার কথা শুধু চায় আমি জানি।
লাল লা- লাল লা- লাল লা- লা- লা- লা-
তোমার সাথে তে
বাস করিতে মন লাগে
জাতিতে জীবনের আশা।
আমি চাই শুধু আল্লাহকে
আল্লাহ মোদের মাবুদ হবে।
আমি জানি না-
আমি বলিতে পারব না।
তোমাকে জানাইতে পারব না।
আষাঢ়ের দিনের কথা তো শুধু
একটাই জানি।
আষাঢ় মাসে যে বৃষ্টি হয়
সেটাই শুধু জানি।
আর তো কিছুই জানি না আমি
তোমারে তো বলার কথা কিছু নাই।
তোমাকে এ কথাটি বলে দিলাম journey-তে।
লোকে কয় তোমারে কথা দিতে
তবু আমি তোমার কথা শুধু চায় আমি জানি।
লাল লা- লাল লা- লাল লা- লা- লা- লা-
তোমার সাথে তে
বাস করিতে মন লাগে
জাতিতে জীবনের আশা।
আমি চাই শুধু আল্লাহকে
আল্লাহ মোদের মাবুদ হবে।
No comments:
Post a Comment