আমার নাম নুহা। আমার মায়ের নাম রাজিয়া। বাবার নাম রিয়াদ। দাদুর নাম সুফিয়া। দাদার নাম ফজলুর রহমান। মামার নাম শাকিরুল। শাকিরুলের বাড়ি নাটোরে। নাটোরে আমার মামাবাড়ি। আমরা জানি, শিউলি ফুলে খুব সুন্দর ঘ্রাণ ও জানি শিউলি ফুল দিয়ে মালা বানিয়ে গলায় দেওয়া যায়। আমাদের সবারই হরেক রকম নাম আছে। আমার স্কুলের নাম উদয়ন। আমার ক্লাস কেজি। কেজিতে তিন ঘন্টা পড়তে হয়। আমাদের সুন্দর সুন্দর জামা আছে।
No comments:
Post a Comment