রিতা একদিন খেলা দেখালো। রিতার খেলা দেখতে অনেক লোক গেল। অনেক লোক দেখে বলল, "আহা! এই খেলা তো আমরা পারি। দাও তো দেখি আমি একটু খেলি গো রিতা।" "ওরে বাবা! এই খেলা তুমি পারবে? এই খেলা তো লুকোচুরি নয়, তুমি যা ভেবেছ তা নয়। একজন পালাবে আর একজন খুজতে গিয়ে ডিংডংডং করবে আর সে পালাবার থেকে আরেক জায়গায় গিয়ে লুকাবে। সেই খেলায় আংগুর থাকতে হবে। আরেক জায়গায় লুকিয়ে যাবার পরই আংগুর নিয়ে এসে বলবে, চোর ধরা পড়েছে, যাও তো চোরডারে ধরে পিটাও। তখনই আংগুর দেখে পালাবার সময় দৌড় দিয়ে আংগুর খেতে আসবে। এই খেলা তোমরা কি লুকোচুরি খেলা মনে কর? এটা লুকোচুরি খেলা নয়, তবে লুকোচুরির মতই আরেকটি খেলা।"
No comments:
Post a Comment