Monday, August 14, 2017

তিন বোন ও ভিক্ষুক

এক শহরে বাস করত এক পরিবার। সেখানে ৩ বোন ও তাদের বাবা বাস করত। বড় বোন সোমা ছিল খুব নিষ্ঠুর, ঝগড়াটে ও সবাইকে মারধর করত ছোট কারণেই। মেঝ বোন লিলি ছিল খুব ঝগড়াটে, তর্ক করত, কিন্তু মারধর বেশি করত না। আর ছোট বোন মনি চিল খুব মিষ্টি ও সাহায্যকারী। একদিন তাদের বাবা তাদের ডেকে বললেন, "শোন, এই বাড়িতে তোমরা থাকলে ঝগড়া বাঁধে। আমি তোমাদের ছোট ছোট আলাদা ঘর বানিয়ে দিতে চাই। করব না, করেই ফেলেছি। বাইরে তাকিয়ে দেখ ছোট তিনটি ঘর।" এরপর ওরা আলাদা থাকতে লাগল। একদিন এক ক্ষুধার্ত ভিক্ষুক ঐ বাড়িগুলোর দিকে গেল। সে প্রথমে সোমার দরজায় ডাকল, "মা, দুটি অন্ন দাও না!" সোমা বেরিয়ে এল। বলল, "এই! তুই কে? নিশ্চয়ই বুঝেছিস, আমার বাড়িতে আজ রোস্ট-পোলাও রান্না হচ্ছে! তাই ভালো-মন্দ খেতে এসেছিস। দূর হ!"— বলে সে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল। ভিক্ষুক মনে মনে বলল, এমন নিষ্ঠুর আর নেই। সে গেল লিলির বাড়ি। বলল, "এই গরিবকে দুটি খাবার দাও, মা।" লিলি দোর খুলে বলল, "টের পেয়েছিস নাকি, আমার বাড়ি কোরমা হচ্ছে? এখান থেকে যা!"— এই বলে দরজা বন্ধ করে দিল। মনে মনে ভিক্ষুক ভাবল, এমন ঝগড়ুটে আর নেই। শেষে সে গেল মনির বাড়ি খাবারের জন্য। বলল, "মা, দুটি অন্ন দাও না।" মনি এসে বলল, "নিশ্চয়ই! ঘরের ভিতরে এসো।" মনি তাকে সোফায় বসতে দিল। সে বলল, "আজ আমার বাড়িতে খিচুরি-আচার আছে।"— বলে খাবার নিয়ে এলো। ভিক্ষুকটি খেল। মনি তাকে টাকা ও পোশাকও দিল। ভিক্ষুক বলল, "ধন্যবাদ। তুমি খুব ভালো, মা!" তারপর সে চলে গেল। একদিন প্রত্যেকে স্বপ্ন দেখল। সোমা স্বপ্বে দেখল, কেউ তাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আবার খুব ধমক দিচ্ছে। তার ওপর ছিল তার তীব্র ক্ষুধা। এরপর লিলি স্বপ্নে দেখল, তার খুব খিদে পেয়েছে। কেউ তাকে খাবার দিচ্ছে না, খুব বকছে। আর মনি স্বপ্নে দেখল— তার প্রিয় ভিক্ষুক এসে তাকে আদর করে বুকে জড়াচ্ছে। এতে সে শান্তিতে মিশে যাচ্ছে। সবাই স্বপ্ন দেখল। বড় দুই বোন স্বপ্নে ভিক্ষুকের অনুভূতিটা বুঝতে পারল। তারপর থেকে ওরা আর ঝগড়া করল না। ওরা বাবাকে বলল, "আমরা আর ঝগড়াঝাটি করব না, একসাথে মিলেমিশে থাকব।" এরপর ওরা মিলেমিশে সুখে থাকল।

No comments:

Post a Comment