Wednesday, October 14, 2015

সুমকন্যা

আগের কথা: সাগরের তীরে কাঠুরিয়া বাস করত। তার একমাত্র কন্যাকে নিয়ে। ঢেউ এসে সব ডুবিয়ে দিয়ে ছিল। তখন তারা অক্সিজেন নিয়েই ছিল। কিছুক্ষণ পরে খুব কষ্টে তারা বেরিয়ে আসে। কিছুক্ষণ পানিতে ছিল দেখে ডাঙায় উঠে অশান্তি লাগছিল। তাই তারা অনেক হাওয়া যুক্ত একটি কাঠের বড় ঘর তৈরি করল। তখন থেকে ওখানেই থাকল। মৎস্যকন্যাদের মত সেজে। আর সেই কন্যার নাম দিল সুমকন্যা।
পরিচয়- রাজা। রাণীর মৃত্যু। রাজকন্যা। রূপ-মৎস্যকন্যা।

শেষের কথা/মূল কথা: একদিন অন্য মতস্যকন্যারা এসে বলল, "রাজা মশাই, রাজা মরেছে দেখে নতুন রাজা। কিন্তু রাজকন্যা তো মরেনি, আর তাকে তো আমরা চাইওনি।" "আচ্ছা! আমি যানবাহন থৈরি করে দেই তোমরা যমুনা এবং বুড়িগঙ্গায় ভ্রমণ কর। শুধু রাজকন্যা ও রাণী ছাড়া। (মূলজন) আর ততদিনে নিয়ম পাল্টানো হবে।" "আচ্ছা! তবে যানবাহন লাগবে না। আমরা তো সাঁতরিয়েই যেতে পারি।" "তোমরা কি প্রস্তুতি নিয়েছ?" "হ্যাঁ।" "সবাই রওনা দাও।" সুমকন্যা বলল, "আগের রাজকন্যা ও রাণী কিন্তু যাবে না।" সবাই চলে গেল। বাকি সবাই ঠিক করল, "আগের রাজকন্যা-রাণী আগের রাণী সাধারণ মানুষ।" এবার রাণীকে আর রাজকন্যাকেও যেতে বলল। ভ্রমণ শেষ হয়ে যাওয়ার পর সকলে ফিরে আসল। তারপর তারা নতুন নিয়মেই চলল।

No comments:

Post a Comment