Wednesday, August 20, 2014

বাপের বাড়ি

আমি যাব বাপের বাড়ি।
সবার সাথে ভাত রান্না করিব নাকি?
ভাত খেয়ে-দেয়ে বাপের বাড়ি থেকে চলে আসব।
সবাই ওয়ার্ডের কোণে যাবে।
আমিও ওয়ার্ডের কোণে যাব।
সবাই ওয়ার্ডের কোণে গিয়ে অনেক যাদু দেখবে।
দেখবে সব রংধনু ছড়িয়ে রঙিন একটা মাঠ হয়ে গেছে। তখন আমরা বাপের বাড়ি থেকে বাড়িতে চলে যাব।
সবাই জানবে, সবাই নাচবে, সবাই হো হো করে হৈচৈ করবে, হো হো করে হাসবে, হা-হা-হা-হা করে কাঁদবে, সবাই খুশিতে নাচবে ও ফুল দিয়ে ফুল ছিটিয়ে সারা দেশটা ফুলে ফুলের সুগন্ধ করে দেবে। সবাই অনেক কিছু শিখিবে। সবাই নাচতে বোনের বাড়িতে যাবে। সবাই রিঙ্গা রিঙ্গা রোসেস খেলবে। রিঙ্গা রিঙ্গা খেলা হচ্ছে একটা গাছ থাকবে সেই গাছের পিছন দিয়ে এরকম করে হাত ধরে এরকম করে যাবে। তারপর দুইজন গাছের পিছনে থাকবে আর দুই জন সামনে গিয়ে মিশ্যা মিশ্যা বলবে, ইশ্যা বলবে। তারপর কোন জায়গার উপরে থাকবে। তারপর অল ফোল্ড ডাউন বলেই তারা নিচে নেমে যাবে। এই হল এই খেলা খেলবে। 

No comments:

Post a Comment