Saturday, April 30, 2016

চোর ও কৃষক

এক ছিল একটি কৃষক। সে বেশি গরীব ছিল না। ঐদিকে একটি চোর একটি জিনিস চুরি করতে গিয়ে তার বাড়িটি হারিয়ে ফেলেছে। কিভাবে জান? চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে, তারপর পুলিশেরা তার বাড়িটিকে ভেঙ্গে দিয়েছে। তখন সে কৃষকটির বাড়ির কাছে গিয়ে বলল, "ভাই, আমাকে একটু আশ্রয় দেবে?" লোকটি বলল, "হ্যাঁ, কিন্তু চুরি করবে না।" চোরটি ভাবল, "ইস! ভাল কথা মনে করিয়ে দিয়েছে। আমি তো চুরি করার কথা ভুলেই গিয়েছিলাম। আজ আমি চুরি করব। দেখি, তার কত জিনিস আছে। চুরি করে রাতের বেলা আমি পালিয়ে যাব, হা-হা-হা!" পরের দিন লোকটি দেখল, তার দেখি অনেক কিছু আছে। সে তাড়াতাড়ি করে তার ধানক্ষেতের সব ধান নিয়ে পালিয়ে গেল। কৃষকটি উঠে দেখল, কিছুই নেই।

শিক্ষা: দুষ্ট লোক যদি দুষ্টের মত কাজ করতে ভুলে যায়, তাহলে বলতে হয় না যে, দুষ্টামি করো না। শুধু খেয়াল রাখতে হয়। তাহলে তাদের খারাপ কাজ করার কথা মনে পড়ে যায়, তখন তারা খারাপ কাজ করে।

No comments:

Post a Comment